বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামে নির্মিত হবে মনীষীদের ভাস্কর্য

মেয়র এম মনজুর আলম বলেছেন, আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রামের মহান ব্যক্তিদের জীবনচরিত্র ও ভাস্কর্য নির্মাণ করে বিশ্ব দরবারে চট্টগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসকে তুলে ধরা হবে।

তিনি বলেন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের স্বপ্নদ্রষ্টা মাস্টারদা সূর্য সেন, অল ইন্ডিয়া কংগ্রেসের সভাপতি ও কলকাতা কর্পোরেশনের ৫ বার নির্বাচিত মেয়র দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত, ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, সাংবাদিক-রাজনীতিক মনিরুজ্জামান ইসলামাবাদী, স্বদেশী আন্দোলনের পথিকৃৎ কাজেম আলী মাস্টার, বীরকন্যা প্রীতিলতা, সাহিত্য বিশারদ আবদুল করিম, শিক্ষা ও চট্টগ্রাম মিউনিসিপ্যাল উন্নয়নের প্রবাদ পুরুষ নূর আহমদ চেয়ারম্যান, দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল খালেক, ভাষা আন্দোলনের স্থপতি অধ্যক্ষ আবুল কাসেম, চট্টল ইতিহাসের কিংবদন্তী পূর্ণচন্দ্র দেব ব্রহ্ম তত্ত্বনিধি, সাহিত্যিক ও সাংবাদিক শাহ মো. বদিউল আলম, মহাকবি নবীন সেনসহ চট্টল ইতিহাসের কিংবদন্তী ত্যাগী মহাপুরুষদের ছবি সম্বলিত স্মারক ভাস্কর্য নির্মাণ করে অতি গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন করা হবে। এতে বিশ্বকাপ দেখতে আসা বিদেশী মেহমানরা চট্টগ্রামের ইতিহাস জানতে পারবে। এ ব্যাপারে সিটি কর্পোরেশন সব ব্যবস্থা নেবে।

সোমবার সকালে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের কর্মকর্তারা মেয়র মনজুর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মাস্টারদা সূর্য সেন’র নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকাতে একটি সড়ক কিংবা একটি শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করতে গেলে মেয়র মনজুর আলম এসব কথা বলেন। একই সাথে তিনি পুরাতন কর্ণফুলী ব্রিজ থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়কটি মাস্টারদা সূর্য সেন অ্যাভিনিউ করার আশ্বাস প্রদান করেন।

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ও গবেষক সোহেল মোঃ ফখরুদ্দীন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অমর দত্ত, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হারাধন দাশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন, কাউন্সিলর নিয়াজ মোঃ খান, কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, সংরক্ষিত আসনের কাউন্সিরর সায়েদা খাতুন সাথী, অর্থনীতিবিদ আবদুর রহিম, ছড়াকার তালুকদার হালিম, অধ্যাপক শিবপ্রসাদ শুর, উদয়ন নাগ, আশীষ আচার্য্য, আবুল কালাম আজাদ, সৈয়দ গোলাম নবী, কাজী সরোয়ার খান মনজু, প্রসেনজিৎ বড়ুয়া, আসিফ ইকবাল, মো. নজরুল ইসলাম, মো. হাসান চৌধুরী, মো. হারুনুর রশীদ, সাইদুল আলম, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

info: বাংলাদেশনিউজ২৪x৭.কম/প্রতিনিধি/এসএ.